রাজশাহী মহানগরীতে ১৫২ লিটার দেশি মদ উদ্ধার ও একব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে ডিবি পুলিশ এ মদ উদ্ধার করে। পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে নগরীর বোয়ালিয়া থানাধীন গোপীনাথ মন্দির ফুদকীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অলোক রায়কে ৫০ লিটার দেশিয় তৈরি
বাংলা মদ ও বিক্রিরে নগদ ২১ হাজার ৯০ টাকা উদ্ধার করে। ডিবির অপর আর একটি দল নগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার দেশি চোলাইমদ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত আসামী পলাতক রয়েছে। আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এস/আর