রাজশাহী মহানগরীতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন কোম্পানীর ১৫ টি নকল মোবাইল ফোনসহ ১ জনকে আটক করেছে আরএমপি ডিবি পুলিশ। আটক ব্যক্তি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ফিরোজাবাদ সপুরার মৃত আবু তাহেরের ছেলে শহিদুল ইসলাম (৩৩)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ১৮ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নগরের বোয়ালিয়া থানার মিয়াপাড়া সাহেব বাজার শাখার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মচারী আসামী শহিদুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১,২০,০০০ টাকা মূল্যের বিভিন্ন
নামিদামি ব্র্যান্ডের ১৫ টি নকল মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার অপর সহযোগী আসামী রাজিবের সহায়তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকুরীর অন্তরালে বিভিন্ন ব্যক্তিদের কাছ নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন প্রতারণামূলক ভাবে বিক্রি করে থাকে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এস/আর