নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ও মহানগর মিলিয়ে এ পর্যন্ত ১৪০ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৭৬১ জন। এর মধ্যে নগরেই চিকিৎসাধীন ৫৯০ জন।
শুক্রবার পর্যন্ত রাজশাহীতে ৯১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৯ জনের। রাজশাহী মহানগরীতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৬৫০ জন। আর জেলার ৯টি উপজেলা ও ১৪ টি পৌর এলাকায় রোগীর সংখ্যা ২৬০ জন। অথচ জেলার পুঠিয়া উপজেলায় প্রথম ১২ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় আর মহানগর ১ মাস তিন দিন পর ১৫ মে। তারপরেও নগরীতে হু হু করে বাড়ছে করোনা পজিটিভ রোগী। রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।