রাজশাহী মহানগর গোয়েন্দ পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করে তাস ও নগদ টাকাসহ ১৩ জুয়ারি এবং দেশীয় চোলাইমদসহ ৩ জনকে আটক করেছে।
জানা গেছে, রোববার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার হাদীর মোড় বৌ বাজার সংলগ্ন মৃতা সেরেনার বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে। ডিবির অপর একটি টিম একই সময় এয়ারপোর্ট থানার কুসম্বী সিন্দুর গ্রামের চালাকীপাড়ার আশরাফ দেওয়ানের করলা ক্ষেত হতে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করে।
বোয়ালিয়া মডেল থানা এলাকা হতে আটককৃতরা হলো, মাসুদ রানা(৪০), সোয়েব বিন আব্দুল্লাহ(৩৪), সোহাগ(২৮), নয়ন ইসলাম(২২), মাহমুদুল হাসান জীবন(২০), গৌরব চৌধরী(২০), কামরুল এহেসান (১৭) ও সাজেদুল ইসলাম(১৪)।
এয়ারপোর্ট থানা এলাকা হতে আটককৃতরা হলো, আনারুল(৩৮), হাসান(৩৮), সেন্টু(৩৭), সুজন(৩২) ও গিয়াস(৩২)।
এস/আর