নিজস্ব প্রতিবেদক :
অবৈধভাবে কালোবাজার থেকে চাল কিনে গুদামজাত করার অভিযোগে রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে সরকারি খাদ্য অধিদফতরের ১ হাজার ৩শ ৫৬ বস্তা চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেসার্স চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল থেকে বৃহস্পতিবার দুপুরে জব্দকৃত চালের যার ওজন ৫৩ হাজার ৮শ ৪০ কেজি। তবে অভিযানকালে কমপ্লেক্স সংশ্লিষ্টরা উপস্থিত না থাকায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা যায়নি।
অভিযানের পর দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালানো হয়। এসময় চালগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, এগুলো কালোবাজার থেকে কিনে মজুদ করা হয়েছে। এরপর চালগুলো জব্দ করা হয়।
দুদক কর্মকর্তা জানান, চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক তিনজন। তারা হলেন- হুমায়ুন কবির, আবুল হোসেন ও কাউসার আলী। তবে অভিযানের সময় তাদের কেউই ছিলেন না। যে কারণে অবৈধভাবে চাল মজুদের বিষয়টি তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি। তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।
আর/এস