নিজস্ব প্রতিবেদক : শিক্ষানগরী রাজশাহীতে ১৩টি শতবর্ষী সরকারী কলেজ অধ্যক্ষদের নিয়ে শিক্ষার উৎকর্ষ সাধনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোবরা বেলা ১১টার দিকে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন। সভাপতিত্ব করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ। কর্মশালায় ১৩ টি
কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। কলেজগুলো হলো, রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম, নড়াইল ভিক্টোরিয়া কলেজ, বিএম কলেজ বরিশাল, এমসি কলেজ সিলেট, এডওয়ার্ড কলেজ পাবনা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বিএল কলেজ খুলনা, আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ, কারমাইকেল কলেজ রংপুর, পিসি কলেজ বাগেরহাট ও রাজেন্দ্র
কলেজ ফরিদপুর। প্রধান অতিথি ডা. দীপু মনি শতবর্ষী ১৩ টি কলেজের শিক্ষার মান আরো উন্নয়ন ও উৎকর্ষ সাধনে করণিয় সর্ম্পকে দিক নির্দেশনা দেন। এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসকল বিশ^বিদ্যালয়ে শিক্ষকরা আন্দোলন করবেন তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নিবে। কোন বিশ্ববিদ্যালয়ে এখন অস্থিরতা নেই।
আর/এস