নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত নতুন মাত্রার মাদক টাপেন্টাডল ট্যাবলেট ১১ হাজার ২০০ পিসসহ রুবেল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী নগরীর দামকুড়া থানাধীন চরমাজারদিয়া গ্রামের আজিজের ছেলে। গতকাল শনিবার বিকেলে কাশিয়াডাঙ্গা থানাধীন বসরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নগর পুলিশ জানায়, নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বসরী এলাকার আই বাঁধে অভিযান চালিয়ে নতুন মাত্রার মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল ট্যাবলেট ১১ হাজার ২০০
পিসসহ মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করে। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রস্তাবমতে ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা এবং ফার্মেসী বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয় এর সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৬৫ ধারামতে টাপেন্টাডল কে মাদকদ্রব্য হিসেবে ইতঃপূর্বে ৯ জুন ২০২০ তারিখে জারীকৃত ৫৮.০০.০০০০.০৬১.০২.০০১.১৭ (অংশ-২)-১৩২ নং প্রজ্ঞাপনটি সংশোধন করে টাপেন্টাডল কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর “খ” শ্রেণির ক্রমিক-৪ এর মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করে।
এস/আর