নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ১১ হাজার পিস ইয়াবাসহ নারী ও পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটক ব্যবসায়ীরা হলো, নগরীর মতিহার থানাধীন মিরকামারি এলাকার বেলালের স্ত্রী জেসমিন ওরফে বিবিজান (৩৮) ও নগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা জামালপুর এলাকার লিয়াকত আলীর ছেলে শওকত আলী (৩৯)। বৃহস্পতিবার ভোরে নগরীর শিরোইল এলাকার এক বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয় ও তাদের আটক করা হয়।
ইয়াবা উদ্ধার উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপি পশ্চিমের উপ-পুলিশ কমিশনার আমির জাফর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর বোয়ালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিরোইল কলোনি এলাকার এক বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে এবং তা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসায়ীরা অবস্থান করছে। বিষয়টি জানার পরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম শিরোইল কলোনীর ওই বাড়িতে অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ও জেসমিন এবং শওকতকে আটক করে। জেসমিন ও শওকত দু’জনেই বড় ধরণের মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও মতিহার থানায় পৃথক দুটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এডিসি পশ্চিম আব্দুর রশিদ, নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম ও এসি বোয়ালিয়া সোহরোওয়ার্দী।
উল্লেখ্য, আরএমপির উদ্ধার অভিযানে এটি সর্বোচ্চ মাদক উদ্ধার। এর আগে এত পরিমাণ মাদক আরএমপি কর্তৃক উদ্ধার হয়নি বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে