রাজশাহী মহানগরীতে ১১ জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটের দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগান এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার আমবাগান দড়িখরবনা এলাকার মৃত শরিফ শেখের ছেলে রাকিবুল ইসলাম কমল (৩৫), সপুরা শালবাগান এলাকার মৃত মাজেদার রহমানের ছেলে সুমন সরকার (৩৮), কাদিরগঞ্জ এলাকার হযরত আলী ছেলে বাবু (৩৮), দড়িখরবনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে কামরুল হাসান রনি (৩৫), নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার হানিফের ছেলে শাহ আলাম পাপ্প (৩২),
শালবাগান এলাকার মৃত মোশারফের ছেলে আমিনুল ইসলাম আমিন (৩৯), নগরীর হাজরাপুকুর ডাবতলা এরাকার মৃত আওয়ালের ছেলে গিয়াস (৪০), ছোট বনগ্রাম এলাকার রবিউলের ছেলে আনোয়ার হোসেন (৪৫), বাররাস্তা বাচ্চুর মোড় এলাকার মৃত ফরজ খানের ছেলে রিংকু ওরফে বয়া (৩৮), আসাম কলোনী এলাকার গফুরের ছেলে রাজ্জাক (৩৩) ও নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার আ: রহমানের ছেলে বসির (৩২)। এ সময় আসামীদের কাছ থেকে ৮৯ সেট তাস ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, নগর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালবাগান এলাকার একটি টিনসেড ঘরের মধ্যে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করে। সেখান থেকে তাস ও টাকা উদ্ধার করা হয়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর