নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ১০ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৯ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৭৯১ জন, বাঘা উপজেলায় ১৬৯ জন, চারঘাট উপজেলায় ১৬৩ জন, পুঠিয়া উপজেলায় ১৩০ জন, দুর্গাপুর উপজেলায় ৮৪ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৬ জন ও গোদাগাড়ীতে ১৩৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৫৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগ :
বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ২৩ জনের। শনাক্তের মধ্যে ১৯ হাজার ৮১৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ২৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫১৫৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৯২ জন, নওগাঁ ১৩৩৭ জন, নাটোর ১০৪৮ জন, জয়পুরহাট ১১৩৩ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৮০ জন, সিরাজগঞ্জ ২২৫৭ জন ও পাবনা জেলায় ১২১৭ জন। মৃত্যু হওয়া ৩২০ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৩ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬০ হাজার ৯১৫ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।