নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় আরো ১১৫ জন করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৮৬৬ জন। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১১৫ জনের করোনা পজিটিভ হয়। এ নিয়ে রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে মোট ২৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ২২১২ জন, বাঘা উপজেলায় ৬০ জন, চারঘাট উপজেলায় ৫৪ জন, পুঠিয়া উপজেলায় ৫৪ জন, দুর্গাপুর
উপজেলায় ৪৫ জন, বাগমারা উপজেলায় ৬২ জন, মোহনপুর উপজেলায় ৮১ জন, তানোর উপজেলায় ৭৯ জন, পবা উপজেলায় ১৬০ জন ও গোদাগাড়ী উপজেলায় ৫৯ জন রয়েছে। এরমধ্যে ২২ জন মারা গেছে ও ১০১২ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। ১১২১ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন ও ১৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। শনাক্ত ২৮৬৬ জনের মধ্যে নগর এলাকায় শনাক্ত ২২৩৮ জন ও জেলায় বাকিগুলো। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এখন আর কেউ হোম কোয়ারেন্টাইনে নেই। রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে রাজশাহী ও বগুড়া জেলায় বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। সচেতনতায় করোনা থেকে বাঁচা সম্ভব।
এমকে