রাজশাহী মহানগরীতে হেরোইন ও ইয়াবাসহ আব্দুল খালেক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী নগরীর বোয়ালিয়া মডেল থানার বড় কুঠিপাড়া এলাকার মালেক শেখের ছেলে। শনিবার দিবাগত রাতে তাকে বড় কুঠিপাড়া এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি তাকে আটক করে।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার বড় কুঠিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল খালেককে আটক করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর