রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইনসহ যাবজ্জীবন কারদণ্ড প্রাপ্ত লাল মোহাম্মদ (৫৫) নামের এক আসামীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুর ১২টার দিকে দামকুড়া থানার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থেকে একজন মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে বিক্রির উদ্দেশ্যে দামকুড়া থানার একটি পেট্রোল পাম্পের সামনে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের ওই দলটি ঘটনাস্থলে পৌঁছা মাত্র পুলিশের
উপস্থিতি টের পেয়ে আসামী লাল মোহাম্মদ পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর দখল হতে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামী লাল মোহাম্মদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ইতিপূর্বে ১০০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ী থানায় আটক হয় এবং মামলায় তাহার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর