নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার বড়গাছি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। সোমবার সকাল ৯টায় তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল সোমবার সকাল ৯টার দিকে গোপন
সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আজিজুরকে ৩০০ গ্রাম হেরোইনসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ির থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ২৪ (গ) ধারার মামলা দায়ের করা হয়েছে।
আর/এস