নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ জিয়াউর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। ১৫ সেপ্টেমবর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। সে ওই এলাকার মৃত সিরাজুলের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জিয়াউরকে ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করে। আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/এমকে