রাজশাহী মহানগরীতে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হাবাসপুর গ্রামের এমরান আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০)।
পুলিশ জানায়, গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার শিরোইল বাসটার্মিনাল এলাকায় হতে আসামী ইসমাইল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয় ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে গোদাগাড়ী থেকে হেরোইনগুলো নিয়ে রাজশাহী হ’তে বাস যোগে চান্দুড়িয়া, গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর