রাজশাহী মহানগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, নগরীর ডাশমারি উত্তরপাড়া এলাকার মৃত জমির ছেলে মানিক মিয়া (৩৫) ও আবুল কালাম আজাদের ছেলে শফিকুল ইসলাম (৩৬)। সোমবার রাত ১১টার দিকে নগরীর মতিহার থানাধীন ধরমপুর বৌবাজার এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর মতিহার থানার ধরমপুর বৌ-বাজার পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ও মানিক মিয়াকে ৫৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর