নিজস্ব প্রতিবেদক : করুনা নয়, অধিকার চাই, এই স্লোগানে সারা দেশের ন্যায় নানা আয়োজনে রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক হিজড়া দিবস পালিত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার নগরীর গোরহাঙ্গা মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন বিভিন্ন হিজড়া সংগঠনের সদস্যরা। র্যালি নিয়ে তারা নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ করেন। র্যালি শেষে এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা করেন তারা। বন্ধু সোস্যাল ওয়েল ফেয়ার এর সহযোগিতায় এবং এইচআরপি অব ইউএনডিপি প্রকল্পের মাধ্যমে ও দিনের আলো হিজড়া সংঘ, বাঁচার আশা সাংস্কৃতিক
সংগঠন এবং সোনালী দিন মানব কল্যাণ সংস্থার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।
সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন, বিইউপি সংস্থার নির্বাহী পরিচালক ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ফয়েজুল্লাহ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ ম্যাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী অধ্যাপক হেদায়েত উল্লাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ।
এস,আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।