নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে রকি (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবক নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কলোনী এলাকার রহমানের ছেলে। সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে নগরীর সেরিকালচার এলাকায় এ ঘটনা ঘটে।
রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কলোনী এলাকার সুমন নামের এক যুবক আহত রকিকে সেরিকালচার এলাকায় ডাকে। এরপর তাকে হাসুয়া দিয়ে ডান হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি করে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি তদন্ত নিত্যপন দাস বলেন, হাসুয়ার আঘাতে এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।