নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে হাফেজিয়া মাদ্রাসা থেকে তালহা জুবায়ের (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই মাদ্রাসা ছাত্র বাঘা উপজেলার হেলালপুর গ্রামের আফসার আলীর ছেলে। চলতি বছরের জুন মাসের ২৪ তারিখে সে রাজশাহী মহানগরীর রানিবাজার হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়।মাদ্রাসার পরিচালক সিরাজুল ইসলাম জানান, চলতি বছরের জুন মাসের শেষের দিকে তালহা এ মাদ্রাসায় ভর্তি হয়। সে আমপারা পড়ছিল। এখনো কুরআন ধরতে পারেনি। বুধবার মাগরিব নামাজের পর তাকে খুঁজে না পেয়ে একটি ফ্লোরে খুঁজতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায়
দেখতে পাওয়া যায়। এরপর লাশটি নিচে নামানো হয়। কেন সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি। এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি তদন্ত নিত্যন দাস বলেন, পুলিশ যাওয়ার আগেই ওই ছাত্রের লাশ মাটিতে নামানো হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় দাগ রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
খবর ২৪ ঘন্টা/এমআর