নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় হঠাৎ করে ধূলি ঝড় হয়েছে। শুক্রবার রাত ৮টা ১০ মিনিটের দিকে হঠাৎ করেই নগরীতে ধূলি ঝড় শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল এ ঝড়। সাথে হালকা বৃষ্টিও হয়েছে। জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিক থেকে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। এরপর রাত ৮টার দিক থেকে হালকা বাতাস শুরু হলেও রাত ৮টা ১০ মিনিটের দিক থেকে জোরে ঝড় শুরু হয়। বাতাসের গতিবেগ ছিল ৮
নটিক্যাল মাইল। বাতাসের সাথে হালকা বৃষ্টিপাত হয়। তবে বৃষ্টির পরিমাণ কম ছিলো। বাতাস শুরু হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয় নগর। ধুলি ঝড়ের কারণে রাস্তায় পথচারী চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এদিকে, রাজশাহীর বিভিন্ন উপজেলায় বাতাস ও বৃষ্টিপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, শুক্রবার রাতে ৮ নটিক্যাল মাইল বেগে বাতাস হয়েছে। সেই সাথে হালকা বৃষ্টিপাত হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর