নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় ইমরান (২০) নামের এক যুবক নিহত ও পথচারী নারীসহ অপর দু’জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবক নগরীর লক্ষীপুর ভাটপাড়া এলাকার রেন্টুর ছেলে। রোববার রাত ১০টার দিকে নগরীর বর্ণালী মোড় সংলগ্ন ডা. রাজিব চত্বরের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, রোববার রাতে নগরীর ভাটাপাড়া এলাকার রেন্টুর ছেলে ইমরান তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিলেন। পথে তারা বর্ণালী মোড় সংলগ্ন রাজিব চত্বরে পৌঁছালে এক নারী পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল নিয়ে
রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল বক্স পুলিশের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম খবর ২৪ ঘণ্টাকে জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রাজিব চত্বরে পথচারী নারীকে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।