নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৫০) নামের এক পুলিশ কন্সটেবল নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নগরীর মতিহার থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত
ড্রাইভারকে আসামি করা হয়েছে। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলায়। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর মতিহার থানাধীন বাইপাস রোডের মোহনপুর ব্রীজ সংলগ্ন চকপাড়ার রাস্তায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর হোসেন বলেন, থানায় ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ কন্সটেবল নিহত হয়েছে। পুলিশ লাইনে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।
এস/আর।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।