নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শাহানাজ বেগম (৪৫) নামের এক নারী নিহত ও সিএজিতে থাকা অপর তিন নারী আহত হয়েছেন। নিহত নারী রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্ত কেদার গ্রামের মনসাদ আলীর স্ত্রী। আহত নারীরা হলেন, সেতারা, ফাইজা ও অপর এক নারী। মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পবা থানার ওসি তদন্ত বানী ইসরাইল জানান, মঙ্গলবার সকালে মোহনপুর থেকে সিএনজি যোগে কয়েকজন নারী রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। পথে তারা পবা থানা
এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কের জুট মিলের সামনের রাস্তায় পৌঁছালে পিকাপ বা বাসের সাথে দুর্ঘটনায় হয়। এতে ঘটনাস্থলেই শাহানাজ নামের এক নারী নিহত ও অপর তিন নারী আহত হয়। আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে লাশ রামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পবা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি বলে ওসি তদন্ত আরো জানান।
এমকে