নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরাসাইকেল ও সাইকেল চালকসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার শ্রীপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে সেতাব (৩০) ও সিভিল এভিয়েশনের স্টাফ সেকেন্দার (৫০)। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার বিমানবন্দরের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেতাব নামের এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে নওহাটার দিকে যাচ্ছিলেন। পথে বিমানবন্দরের সামনের রাস্তায় পৌঁছালে সিভিল এভিয়েশনের স্টাফ সেকেন্দার সাইকেল নিয়ে ছোট রাস্তা থেকে মহাসড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে দু’জন ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিসের মাধ্যমে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুব গুরুতর।
খবর২৪ঘণ্টা/এমকে