রাজশাহী মহানগরীতে ৫০ গ্রাম হেরোইনসহ বাদশা আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের অবেদুল্লাহর ছেলে। ২০ মে দুপুরে দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, আরএমপি ডিবি’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে একজন ব্যক্তি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
বিষয়টি জানতে পেরে দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে অভিযান চালিয়ে বাদশাকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার ব্যবহৃত স্যান্ডেলের তলার ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর