নিজস্ব প্রতিবেদক :
যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের মধ্যে এই প্রথম রাজশাহী সিটি কর্পোরেশন স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিেেকল নগরভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। একইসাথে অটোরিকশা ও চার্জার রিকশা মালিক ও চালকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন মেয়র। স্মার্ট অটো রিকশা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনের মাধ্যমে দেশের মধ্যে এই প্রথম বিভাগীয় শহর রাজশাহীতে দুই কালারে সকাল ও বিকেল দুই শিফটে অটোরিকশা চলাচল কার্যক্রম শুরু হলো। আজ থেকে কার্যক্রম শুরু হলেও বাস্তবায়নে এক মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে দুই শিফটে অটোরিকশা চলাচলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে অটোরিকশা ও চার্জার রিকশার সুশৃঙ্খলা ফিরিয়ে আসার পাশাপাশি চালকদের নিরাপত্তা নিশ্চিত হলো। অনেক চিন্তাভাবনা করে এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে, এতে করে চালকরা লাভবান হবেন।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন হয়নি। ফলে কর্মসংস্থানের অভাব রয়েছে। জীবিকা নির্বাহের জন্য বিপুল সংখ্যক মানুষ অটোরিকশা ও চার্জার রিকশার সাথে জড়িত হয়ে পড়েছেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় নগরীতে অটোরিকশা ও চার্জার রিকশা চালানোর অনুমতি দিয়েছিলাম। পরবর্তীতে এটির আধিক্যের কারণে নিয়ন্ত্রণ করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশন নীতিমালা প্রণয়ণ করেছে।
মেয়র বলেন, নগরীতে টাউন সার্ভিস বাস পরিচালনার প্রস্তাব আমাকে দেওয়া দেওয়া হলেও অটোরিকশা ও চার্জার রিকশার সাথে জড়িত প্রায় লক্ষাধিক মানুষের কথা বিবেচনা করে প্রস্তাবটি প্রত্যাখান করেছি। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত টাউন সার্ভিস বাস নামানোর পরিকল্পনা নেই।
অটোরিকশা ও চার্জার রিকশা চালকদের রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রশিক্ষণ প্রদানের ঘোষণা দিয়ে মেয়র বলেন, ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে এবং আইন মেনে চলতে চালকদের অনুরোধ করছি। মেয়র আরো বলেন, নগরীর খানাখন্দে ভরা রাস্তাগুলো দ্রত সময়ের মধ্যে সংস্কার করা হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবির বিপিএম বিপিএম। প্রারম্ভিক বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান। অন্যদের মধ্যে আরো
বক্তব্য দেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, মহানগর জাতীয় রিকশা ভ্যান-শ্রমিক সমিতির সভাপতি সভাপতি লিয়াকত আলী, মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।
এস/আর