নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তীব্র তাপদাহের পর প্রত্যাশিত স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। বুধবার বিকেল ৫টা থেকে এ ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই রাজশাহীর আবহাওয়া কিছুটা শীতল হয়ে গেছে। বুধবার বিকেল ৫টা থেকে এ বৃষ্টি শুরু হয়।
বুধবার বিকেল সোয়া ৪টার দিক থেকে রাজশাহীর আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। বিকেল পৌনে ৫টার দিকে মেঘ আরো ভারি হয়ে যায়। এ সময় রাজশাহীতে বাতাস শুরু হয়। বিকেল ৫ টা থেকে ভারি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার সময় থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মেঘের গরজন ও বৃষ্টি হয়। ভারি বৃষ্টিতে রাজশাহীর আবহাওয়া ঠান্ডা হয়ে গরম কিছুটা কমে যায়। এ প্রতিবেদন লেখা অবধি রাজশাহীতে বৃষ্টিপাত অব্যাহত ছিল।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় টানা তাপদাহ পড়ছে। তাপদাহে রাজশাহীর মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। গরমে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। বৃষ্টিতে কিছুটা স্বস্তি নামে।
এস/আর