নিজস্ব প্রতিবেদক :
গত কয়েকদিন ধরে টানা তাপদাহের পর রাজশাহী মহানগরীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। এতে রাজশাহীর আবহাওয়া শীতল হয়ে জনমনে প্রশান্তি এসেছে। সোমবার বিকেল ৩টা ২৫ মিনিট থেকে এ বৃষ্টি শুরু হয়। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে হঠাৎ করে রাজশাহীর আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মেঘ ভারী হয়ে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টি শুরু হলে আবহাওয়া কিছুটা শীতল হয়ে যায়। তবে গরমের
পরিমাণ কমেনি। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের দিন রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় ভারী বৃষ্টিপাত হয়। ভারী বৃষ্টিতে রাজশাহীর মাঠ-ঘাট পানিতে ভরে যায়। এরপর থেকে রাজশাহীতে টানা তাপদাহ পড়ে। তাপদাহ ও ঘন ঘন লোডশেডিংয়ে রাজশাহীর মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে।
এস/আর