নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে। এতে জনমনে প্রশান্তি এসেছে। মঙ্গলবার রাত ১০টার দিক থেকে এ বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ বৃষ্টি হয়ে থেমে যায়।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলার কয়েকটি উপজেলায় ঝড়ের সাথে বৃষ্টি হয়। বৃষ্টি শুরু হলে উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তানোরের মুন্ডমালা এলাকায় ঝড়ে বাড়ির চালা উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। রাজশাহী মহানগর এলাকায় বৃষ্টি শুরু হওয়ার আগে জেলার বিভিন্ন উপজেলায় ঝড়-বৃষ্টি হয়। এতে আমসহ ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে সূত্রে জানা গেছে।
এদিকে, মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে রাজশাহী নগরজুড়ে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়। প্রায় ১০ মিনিট বৃষ্টি হওয়ার পর থেমে যায়। বৃষ্টি শুরু হয়ে নগরজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে নগরী কালো অন্ধকারে ঢেকে যায়। প্রচন্ড গরমের পর বৃষ্টি হওয়ায় রাজশাহীর আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। এতে জনমনে প্রশান্তি নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিলো।
খবর২৪ঘণ্টা/এমকে