1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ০৩ জানয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

রাজশাহীতে স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ১৫০ ভরি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকা থেকে সোমবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই পাচারকারীর নাম লিটন আলী শেখ (৩০)। তার বাড়ি সিরাজগঞ্জর জানপুর গ্রামে।

বাস তল্লাশি করে তার কাছ থেকে ১৫০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। মোট ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০ ভরি করে। এসব স্বর্ণ ভারতে পাচার করা হত বলে নিশ্চিত হওয়া গেছে। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহম্মদ লুৎফর রহমান জানান, ১৫০ ভরি স্বর্ণের বারসহ আটক লিটন একজন সোনা পাচারকারী। মাদক অভিযান চালাতে গিয়ে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়েছে।

উপ-পরিচালক মোহম্মদ লুৎফর রহমান আরও জানান, গোপন খবর ছিল চট্টগ্রাম থেকে ইয়াবার একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছে। ওই খবরের ভিত্তিতে ইয়াবার সন্ধান করতে গিয়ে স্বর্ণের চালানটি ধরা পড়ে। এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST