নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী পবা উপজেলায় স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচএম ইলিয়াস হোসাইন এ রায় ঘোষণা করেন। ফাঁসির আসামী হলো, পবা উপজেলার বায়া ভোলাবাড়ির এলাকার বাসিন্দা আয়নাল হক। রায় ঘোষণার সময় আয়নাল হক আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তার বাবা-মাও উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের
আয়নাল হক ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে তার স্ত্রী সাফিয়া খাতুন বুলবুলিকে বাড়ির সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের শাহমুখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে আয়নাল হক কারাগারে রয়েছে। ছেলের ফাঁসির রায় শুনে তা মা আদালতে কান্নায় ভেঙ্গে পড়ে বিভিন্ন বিলাপ করতে থাকেন।
আর/এস