নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় স্কুলছাত্র কর্তৃক ৬ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ওই শিশুর মামা জানান, গত কয়েকদিন আগে তার মেয়েকে পাশের বাড়ির এক ছেলে ডেকে নিয়ে যায়। এরপর তার সাথে খারাপ কাজ করে। কিন্তু তার মেয়ে ভয়ে কাউকে কিছু জানায়নি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে আরো জানানো হয়।
এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিক বলেন, এক শিশু হাসপাতালের ওসিসিতে ভর্তি হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে