
রাজশাহী মহানগরীতে ৯ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে । গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রীর বাড়ি নগরের চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় এলাকায়। সে গোল্ডেন টাচ স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নগরের কয়েরদাঁড়া এলাকার রবিউল ইসলামের ছেলে আকাশ ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হোসেন বলেন, ছেলেটি তার পূর্ব পরিচিত ছিল। মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে কৌশলে ধর্ষণ করে। মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করবে। সেই প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।