নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে সেফটি ট্যাংকে পড়ে রবিউল (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু নগরীর কয়েরদাড়া এলাকার আব্দুল মমিনের ছেলে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার দুপুরে শিশু রবিউল নিজ বাড়ির কাছে সেফটি ট্যাংকে পড়ে যায়। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী
বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, সেফটি ট্যাংকে পড়ে রবিউল নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
এমকে