নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সীমান্ত থেকে ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি জানায়, রাজশাহী জেলার বাঘায় ব্লকঘাট এলাকা থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২৭ হাজার ৩০০ টাকা। এছাড়ও মুক্তারপুর বালুর ঘাট এলাকায় ২৪০ বোতল ভারতীয় ফেনসিডিল
জব্দ করা হয়। মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৬ হাজার ১০ টাকা। বিজিবি অরো জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কাউকে আটক সনাক্ত করতে পারেনি টহল দল। জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।