নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে সিমেন্ট ভর্তি ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে ৪৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাখালি গ্রামের কুদ্দুসের ছেলে আরিফ হোসেন ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে শরীফ হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার হাট লক্ষীগঞ্জ গ্রামের মৃত হযরত আলীর ছেলে সোহেল রানা ও মাদারীপুর জেলার কালকিনি থানার সুমিত্রা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে রাজিব হোসেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপি এসসি ’মোল্লাপাড়া আম্পের একটি অপারেশন দল ২৪ এপ্রিল রাত সোয়া ৪ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে ৪৬৫ বোতল ফেেন্সিডি ২৬০ বস্তা সিমেন্ট, ১ টি ট্রাক, ১ টি কাভার্ট ভ্যান ও ৫০ টি খালি গ্যাস সিলিন্ডারসহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।