নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর তালাইমারী মোড় এলাকায় বিউটি ফিকেশন অব ডিফারেন্ট ইনপটেন্ট মৌড় অব রাজশাহী সিটি থ্রু লাইটিং ওয়ার্কস কাজের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। মঙ্গলবার এ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৯টি পয়েন্টে আলোকসজ্জার কাজ চলমান রয়েছে। এছাড়াও একই ধরনের আরো ৫টি প্রকল্প আগামীতে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। এই বাল্ব দ্বারা নগরীতে আলোকসজ্জাকরণে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয়ী হবে; অপরদিকে রাতে দিনের আলোর মতো নগরী উজ্জ্বল হয়ে থাকবে। মেয়র আরো বলেন, কর্পোরেশন এলাকায় জনগণ রাতদিন যেন নির্বিঘেœ চলাচল এবং চুরি, ছিনতাইয়ের কবল থেকে মুক্ত থাকতে পারেন তার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপস্থিত অত্র এলাকার জনগণ ও পথচারীরা বলেন, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এইভাবে লাইটিং করলে পরিচ্ছন্ন এই শহরকে সিঙ্গাপুরের মত সুন্দর ও ঝকঝকে দেখাবে। সেইসাথে রাজশাহী শহরের মর্যাদা দেশের অন্য শহরের থেকে বৃদ্ধি পাবে। শহরকে সুন্দর করার জন্য বিভিন্ন স্থানে লাইটিং, রাস্তা ও নান্দনিক ফুটপাত করায় মেয়রকে তারা ধন্যবাদ জানান।
এ সময় রাসিকের প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোসাঃ নুরুন্নাহার বেগম, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু, রাসিকের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, আসাদুল ইসলাম সুমনসহ এলাকার জনগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।