নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে অটোরিক্সায় করে সিগারেটের খালি কার্টুনে অভিনব কায়দায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ আনাস (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মতিহার থানাধীন বিনোদপুর বাজারস্থ বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগর
গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে যে মাদক পাচার হচ্ছে। বিষয়টি জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর মতিহার থানাধীন বিনোদপুর বাজারস্থ হানিফ/শ্যামলী বাস টিকিট কাউন্টারের সামনে থেকে ইজিবাইকের মধ্যে সিগারেটের খালি কার্টুনে থাকা অভিনব কায়দায় রাখা ৬ টি প্যাকেটে থাকা ১০০ বোতল ফেন্সিডিলসহ আনাস নামের একজনকে আটক করে। এ বিষয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এস/আর