নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে এসএ পরিবহন থেকে ইয়াবা ডেলিভারী নিয়ে যাওয়ার সময় ১৯ হাজার ৫১০ পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। মঙ্গলবার সকালে তাদের রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে থেকে আটক করা হয়। আটককৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরঞ্জি গ্রামের কাশেম আলীর ছেলে আপেল মাহমুদ
(৩০) ও রাসেল (২৮)। র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাইনলু ইসলাম খবর ২৪ ঘণ্টাকে জানান, র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের মাধ্যমে নিয়ে আসা ইয়াবার একটি বড় চালান নগরীর ভদ্রা এলাকা দিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৫ এর মেজর শিবলী মোস্তফার নের্তৃত্বে র্যাবের একটি দল ভদ্রা এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৫১০ পিস ইয়াবাসহ আপেল ও রাসেলকে আটক করে। তারা
অটোরিক্সায় করে এসএ পরিবহন থেকে ইয়াবা ডেলিভারী নিয়ে যাচ্ছিলো। তারা আপন দুই ভাই বলে র্যাবকে জানিয়েছে। তারা ইয়াবা নিয়ে জয়পুরহাট যেত। আটক আসামীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, আটক দুই জন র্যাবকে জানিয়েছে তারা এসএ পরিবহন থেকে ইয়াবা ডেলিভারী নিয়ে যাচ্ছিলো। আটকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি তদন্ত করে আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর ২৪ ঘণ্টা/আরএস