গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে বিষধর সাপের দংশনে মারা গেছেন মুরশালিন মুশা (২৭) নামের এক কলেজ ছাত্র। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার রাজাবাড়ী বিয়ানাবোনা এলাকায় এ ঘটনা ঘটে। কলেজ ছাত্র মুশা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে । পরিবারিক সূত্রে
জানা যায়, শুক্রবার রাতে পুকুরে মাছ ধরতে যায় মুশা। রাত ৩টার দিকে সেখানেই তাকে বিষধর গোখরা দংশন করে। টের পেয়ে অন্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন।হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন তানোর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
খবর২৪ঘণ্টা/এমকে