নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালিতে মাদকদ্রব্য মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল রানা ওরফে সোহেল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে আটক ব্যক্তি কাটাখালি থানার শ্যামপুর মোল্লাপাড়া এলাকার তমিজের ছেলে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক
করে কাটাখালি থানা পুলিশ। গত জুলাই মাসের ২৮ তারিখ আদালত সোহেলকে মাদকদ্রব্য মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়। এ তথ্য নিশ্চিত করে নগরীর কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে তার নের্তৃত্বে পুলিশের একটি দল মাদক মামলায় সাজা হওয়া
আসামী সোহেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার ৬ মাসের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দিয়েছে আদালত। তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে আরো ২/৩ টি মামলা রয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।