1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে সাংবাদিকদের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

রাজশাহীতে সাংবাদিকদের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নয়া কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম। বৃহস্পতিবার বিকেলে আরএমপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, আরএমপির অতিঃ পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মোঃ সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মোঃ জয়নুল আবেদীন, এসএসপি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোঃ ইফতে খায়ের আলমসহ

পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ছিনতাই প্রতিরোধ, জুয়ার আসর দমন ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করেন। পুলিশ কমিশনার সাংবাদিকবৃন্দকে মতবিনিময় সভায় উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানান। রাজশাহী মহানগরীতে মাদক নিয়ন্ত্রণ ও জঙ্গীবাদ দমনে পুলিশ শক্ত অবস্থানে থাকবে বলে আরএমপি কমিশনার তার বক্তব্যে জানান। এছাড়া নগরীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team