রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতিসহ আরও ৪ জন সাংবাদিকের উপরে হামলার ঘটনায় রোববার (৩১অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি।
এছাড়াও দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির,দুর্গাপুর প্রেসক্লাবের সহ সভাপতি এসএম আমিনুল ইসলাম,সাংবাদিক সমাজের সহ সভাপতি এসএম শাহাজামাল প্রামানিক, দুর্গাপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক জুবায়ের তুহিন, সদস্য মশিউর রহমান, এম শাহাবুদ্দিন মোল্লাসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় পুলিশের সামনে রাজশাহীতে কর্মরত মূলধারার সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বোয়লিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মনের অপসারণ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।
বিএ/