নিজস্ব প্রতিবেদক :
১১ থেকে ২০ গ্রেডের সরকারী চাকুরীজীবীদের সকল পদে পদোন্নতিসহ চলমান বেতন বৈষম্য নিরসন ও ৬ সেপ্টেমবর জাতীয় প্রেসক্লাবে প্রেস কনফারেন্স সফল করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে রাজশাহী কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পদ্মা নদী সংলগ্ন লালন শাহ মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। ৮ দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমন্বয় পরিষদের এডমিন মিরাজুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সমন্বয় পরিষদের সমন্বয়ক আহসান মুর্শেদ, সমন্বয়ক জয়নাল আবেদিন ও সমন্বয়ক শাহাদত হোসেন। মানববন্ধনকারীদের দাবিগুলো হলো, ২০১৫ সালের প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধনীসহ বেতন বৈষম্য নিরসন, সকল পদে পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করা ও বøক পোষ্ট নিয়মিতকরণ করা, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন
করা, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুনঃবহালসহ বেতন জেষ্ঠ্যতা বজায় রাখা, সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন করা, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করা, নিম্ন বেতনভোগীদের জন্য সেশন ও ১০০% পেনশন চালু করা ও কাজের ধরণ অনুযায়ী পদনাম ও গ্রেড একিভূত করা।
আর/এস