নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, মহানগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যানবাহন চলাচল কিছুটা সীমিতকরণে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী- সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্দেশনা ভেঙে এসময়ে সড়কে কেউ যানবাহন নামালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, নগরীতে ব্যাটাচালিত রিকশা ও অটোরিকশা চালকদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছেন মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর। বৃহস্পতিবার দুপুরে তিনি তার ফেসবুকে দেয়া এক পোস্টে এ অনুরোধ জানান। শরিফুল ইসলাম সাগর তার পোস্টে লিখেছেন:
“গত ১ জুন ২০২০ রবিবার পরীক্ষামূলকভাবে সারাদেশে লকডাউন উঠে যায়। এরপর থেকে করনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর হার দিনে দিনে বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে আক্রান্ত এবং মৃত্যুর শাড়ি ততই বেড়ে চলেছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য হার্ডলাইনে যাচ্ছে জেলা প্রশাসন।
এমকে