রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দুই পক্ষের মধ্যে একপক্ষ মামলা করলেও এখনো অপর পক্ষ মামলা করেনি। মাহাতাব পক্ষের পক্ষে নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন কামাল হোসেন। এ মামলায় এজাহার নামীয় ও অজ্ঞাতনামাসহ ৩০ জনকে আসামী করা হয়েছে। এদিকে, শফিকুল পক্ষের পক্ষে এখানো মামলা দায়ের করা হয়নি। ঘটনার দিন পুলিশ ৩ জনকে আটক করতে সমর্থ্য হলেও পরে আর কেউ আটক হয়নি। বৃহস্পতিবার ( ১ জুলাই) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ঘটনাস্থলে এখানো পুলিশ মোতায়েন রয়েছে।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে এক পক্ষ ৩০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। অন্য পক্ষ এখানো মামলা করেনি। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার ৩০ জুন দুপুরে নগরীর দাশপুকুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন, দাশপুকর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল (৪৫) ও গিয়াস উদ্দিনের
ছেলে জয়নাল (৪৫)। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন, মাহাতাব গ্রæপের দাশপুকুর এলাকার মাহাতাব হোসেন (৫০), কামাল হোসেনের স্ত্রী সালমা বেগম (৪০), মুনসুর আলীর ছেলে সোহেল (৩২)। আর শফিকুল গ্রæপের শফিকুল নিজে মারা যান। তার পক্ষের আহতরা হলেন, শফিকুলের ভাই সালাম (৪০), লুৎফর আলীর ছেলে সোহাগ (৩২)। আহতদের মধ্যে উভয় পক্ষের এই ৫ জনের অবস্থা গুরুতর ছিলেন।
এস/আর