নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বুধবার বিকেল সাড়ে ৩ টার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে। এর আগে বুধবার দুপুর আড়াই টার দিক থেকে রাজশাহী মহানগরের আকাশে সূর্য মিলিয়ে গিয়ে ঘন কালো মেঘ জমতে শুরু করে। তার কিছুক্ষণ পর থেকে দুই এক ফোঁটা করে বৃষ্টি শুরু হয়। বিকাল পৌনে চারটার দিকে শুরু হয়েছে। বিকেল সোয়া চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে ঝুম বৃষ্টি নামে অব্যাহত ছিল।
এমকে