পৌষের শেষে রাজশাহীতে জেঁকে বসেছে শীতের দাপট । গেল দুদিন থেকে সূর্যের মুখ দেখা যায়নি। ফলে ঘন কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আছে পুরো রাজশাহী। কমছে দিনের তাপমাত্রা।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া পর্যেবক্ষণাগার। এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অর্থাৎ প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও কমল এক দিনেই। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এভাবেই দ্রুত কমছে রাজশাহীর তাপমাত্রা।
অন্যদিকে, মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরুর পর ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। এর সঙ্গে বয়ে চলেছে উত্তরের কনকনে থান্ডা
বাতাস। এতে কাবু হয়ে পড়েছে পথে-প্রান্তরে থাকা ছিন্নমূল মানুষগুলো। এছাড়াও সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা ঘর থেকে বের হচ্ছেনা।
রাজশাহী পবা উপজেলার বাগসারা এালাকার হাফিজুর কাদের বাপ্পি জানান,শীতের কারণে কাজে যেতে পারছেন না। গরম কাপড়ও নেই। বাধ্য হয়ে কিছু খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।
বায়া এলাকার দিন মজুর মেহেদী হাসান জানান, প্রচন্ড শীত পড়ার কারণে এখনো কোনো কাজ পায়নি।ঠান্ডার কারণে খুব একটা মানুষ ঘর থেকে বের হচ্ছে না ।
আর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আরও দু-তিন দিন রাজশাহীসহ সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে নতুন করে উত্তরাঞ্চলের আরও কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যেবক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যেবক্ষক রাজীব খান বলেন, আজ থেকে শুরু হওয়া এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সাঙ্গে দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
বিএ..