নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে চিকিৎসকের ভুলে শিশু মৃত্যুর অভিযোগে শিশুর স্বজন কর্তৃক চিকিৎসকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ গেটে এ বিএমএ ও প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ছানাউল হক এর উপর হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়। এতে চিকিৎসক ও ক্লিনিক মালিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকের ভুলে শিশু রাফি মৃত্যুর অভিযোগ তুলে স্বজনরা চিকিৎসক ছানাউল হককে মারধর করে। এরপর চিকিৎসকের বিচারের দাবিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্য অবস্থান নেয়। পরে শিশুর স্বজনরা লাশ নিয়ে চলে যায়। পরে চিকিৎসকরা প্রাইভেট প্রাকটিস বন্ধসহ মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা/এমকে